পিরীত করিয়ে মরিয়ে যায় রে । লাগায়ে পিরীতের লেটা প্রাণ নিলো হরিয়ে । পিরীতির কি এত জ্বালা । ভাবিয়ে শরীর হয় কালা । সে বিনে লাগেনা ভালা কে দিবে গো ধরিয়ে । হাছন রাজা পিরীত করিয়ে কি করতে আছে গরিয়ে গরিয়ে হু হু করিয়ে ঘুরে ধরি তারে কি মত করিয়ে ।