দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৪

হাছন রাজা পরদেশী রে, হাছন রাজা পরদেশী ।
আরে কি বুঝিয়া ভুলিয়া রইলে ভবে আসি রে ।
কোথায় থেকে আইলায় তুমি কোথায় তোমার ঘর ।
আরে কি জন্যেতে আসিয়াছো এথা জানো নি খবর ।
ধন জন পাইয়া তুমি নিজ দেশ ভুলিলে ।
আহা আহা হাছন রাজা একী তুই করিলে ।
কতদিন থাকিবে হাছন রাজা এ ঠাই ।
দুইদিন পরে যাইতে হবে ছাড়াছাড়ি নাই ।
কতক দিন পরে তোমার বিলম্ব দেখিয়া ।
মা বাপে পাঠাবে দূত তোমার লাগিয়া ।
হুতাশ হইয়া তোমারে আসিয়া তারা নিয়া যাইতে চাবে ।
না গেলে তোমারে বান্ধিয়া নিয়া যাবে ।
হুশ করো হুশ করো হাছন রাজা মাতোয়ালা ।
হুশ করিয়া চাইয়া দেখ মায়ার ভব খেলা ।
বারে বারে বলি তোরে হুশ নাই হয় ।
চুল পাকিলো দাত পড়িলো বিলম্ব আর নয় ।
দেশে যাইবার কি করতেছো বল আমার ঠাই ।
যা করিবার করিয়া লও বেশী বাকী নাই ।
এই বলিয়া পরমাত্মা জীবাত্মারে বুঝায় ।
আদরে অধর দিয়া বুঝায় যেমন মায় ।
শুনিয়া না শুনে দেখো হাছন রাজায় ।
একেবার হাছন রাজায় ফিরিয়া ফিরিয়া চায় ।
ফিরিয়া চাইয়া হাছন রাজা বলে এগো মাই ।
তুমি যদি কোলে না লও আমার উপায় নাই ।