কীসের ভাবনা ভাবো হাছন রাজা দিন তা গেলো তোর গইয়ে ।
কি ভাবিয়ে বসিয়াছো কার পানে আছো চাইয়ে ।।
দিন তো গেলো দিনের পথে রাত্রি আইলো সাক্ষাতে ।
আন্ধাইর হইলে পারবে নারে, পড়বে রে আছাড় খাইয়ে ।।
রাত্রি তো আসবে যখন, হাছন কি করবে তখন ।
বাড়িত যাইতে পারবে নারে, শীঘ্র হাছন চল ধাইয়ে ।।