দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২২

কিয়া রাঙ দিখায়া মুঝে পিয়া পিয়া ।
দেখ কার গিরিপ্তা হুয়া জিয়া ।
দেখ কার চান্দ ছা মুঃ, কিয়া কারকে গিয়া ।
চেহরে কি বাহার নে দিল ছিন লে লিয়া ।
হামেশা তাড়াপতা দিল, কিয়া কিয়া কিয়া কারকে গিয়া ।
উসকো লিয়ে মাতওয়ারা হুয়া, হাছন রাজা মিয়া ।