আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
আমি তোমার কাঙ্গালী গো ।
তোমার লাগিয়া কান্দিয়া ফিরে
হাছন রাজা কাঙ্গালী গো ।।
তোমার প্রেমে হাছন রাজার মনে হুতাশন ।
একবার আসি হৃদ কমলে করয়ে আসন ।।
আইসো আইসো প্রাণ প্রিয়সী ধরি তোমার পায় ।
তোমায় না দেখিলে আমার জ্বলিয়ে প্রাণ যায় ।।
ছট ফট করে হাছন তোমার কারণ ।
ত্বরা করি না আসিলে হইবো মরণ ।।
কান্দে কান্দে হাছন রাজা পড়ে আছাড় খাইয়া ।
শীঘ্র করি প্রাণ প্রিয়সী, কোলে লও উঠাইয়া ।
কোলে লইলে ঠাণ্ডা হইবো হাছন রাজার হিয়া ।
সব দুঃখ পাশরিবো চান্দ মুখ দেখিয়া ।।
হিন্দুয়ে বলে তোমায় খোদা, আমি বলি রাধা ।
রাধা বলিয়া ডাকিলে, মুল্লা মুন্সিয়ে দেয় বাধা ।।
হাছন রাজা বলে আমি না রাখিবো জুদা ।
মুল্লা মুন্সীর কথা যত সকলই বেহুদা ।।