দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০৮

কোলে লইলে মোরে থইয়ো না রে আর ।
বন্ধু দোহাই তোমার, দোহাই তোমার ।
নিজমুখে বলিয়াছো আমি যে তোমার ।
তুমি আমার আমি তোমার ।
বন্ধু দোহাই দেই তোমার ।
ত্বরা করি লও লওরে কোলে ।
প্রাণ আমার জ্বলে জ্বলে ।
লইবায় বুঝি আমি মরলে বন্ধুরে আমার ।
বন্ধু দোহাই দেই তোমার ।
হাছন রাজায় তোমার কথা করিয়াছে সার ।
অন্য লোকের কথা শুনবেনা রে আর ।
বন্ধু দোহাই দেই তোমার ।
কোলে লইলে মোরে থইয়োনা রে আর ।