কি হইবো মোর হাশরের দিন রে ভাই মমিন ।
মমিন হায়রে কি হইবো মোর সাহরের দিন ।।
এই ভাবনায় মরে হাছন বন্ধে নি বাসে ভিন ।
আল্লাতালা কাজী হইয়া বসিবা ছঙ্গাসনে ।
নেকি বদি তৌলাইবো একথা উঠে মনে রে ভাই মমিন ।।
বিচার করিবা গো আল্লায় নেকি বদি তৌলিইয়া ।
কি হুকুম হইবে আমার মরি তাই ভাবিয়া ।
রে ভাই মমিন ।।
এই কথা মনে হইয়া, হাছন রাজা আউলা ঝাউলা ।।
লক্ষণছিরির লোকে বলে হাছন রাজা বাউলা ।
রে ভাই মমিন ।।
হাছন রাজা কান্দন করে কি হইবে উপায় ।
কেবল দয়া করিয়া বন্ধে যদি রাখে রাঙ্গা পায় ।
রে ভাই মমিন ।।