দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২৪

রাঙ্গিলা নে কিয়া দেখায়া মুঝে রাঙ ।
হাছন রাজা দেখ কার লিয়া ছাঙ ।
রঙ দেখায়া ঢঙ দেখায়া, জাব দেখায়া আঙ ।
রাহমে উসকা গির পাড়া, যেয়ছে আগমে পাতাঙ ।
জ্বলে ভুলে হুয়ি আওর হুয়ে রাক ।
মাসুক কো দেখনে কি লিয়ে, রাহ গায়ি দো আখ ।