পিরীতে মোরে করলো দেওয়ানা । হাছন রাজা পিরীত করিয়া হইয়াছে ফানা । বন্ধের বাড়িয়ে আমার বাড়িয়ে আছে আনা যানা । হাছন রাজায়ে মানেনা তোর কট মুল্লার মানা । বন্ধের বাড়ি গিয়া নাচি করিয়ে তানা নানা । বন্ধু বিনে হাছন রাজার প্রাণ বাঁচেনা ।