হাছন রাজা বড়ই আহাম্মক ।
প্রেমের মাতাল হইয়া বলে আয়নুল হক ।
হাছন রাজা বড়ই আহমক ।
মনের মাঝে আল্লায় মিশবার বড় শখ ।
আমি আল্লা আমি আল্লা করে বকবক ।
হাছন রাজারে লাগাইছে প্রেম পিরীতের তওক ।
আল্লার জাতে মিশিবার হাছন রাজার শখ ।
হাছন রাজা মাবুদ আল্লাকে করিয়াছে লক্ষ্য ।
আল্লাতে মিশিয়া কিযে করে বকবক ।
হাছন রাজা বড়ই আহামক ।
প্রেমের মাতাল হইয়া বলে আয়নুল হক ।
হাছন রাজা বড়ই আহামক ।
হাছন রাজা আল্লার জাতে মিশিয়াছে বেশক ।