দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৫

ও তুই কেন গো সুন্দরী ।
রঙ্গটা দেখিয়া মনটা আমার রাখিতে না পারি ।
মন মোর করলে চুরি প্রাণ নিলে হরি ।
হস্ত পদ নাই তোর কেমনে তোরে ধরি ।
আজব সুন্দরী তুমি দেখিয়া তোমায় হুরি ।
ঝলমল ঝলমল করে রুপে রঙ্গ ধরো নূরী ।
কোথা হইতে আইলে গো তুই হুর কিবা পরী ।
দেখিয়া তোরে প্রাণ বাঁচেনা এমনই সুন্দরী ।
মনে লয় সদাই তোরে দেখি নয়ন ভরি ।
আর মনে সাধ করি হইতাম গো তোমারি ।
হাছন রাজা দেখিয়া তোরে বলে হরি হরি ।
এই মনে বাঞ্ছা মোর সদাই তোরে হেরি ।