দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২০

ভালা বাঁকা তেরসা মেরা দেওরা রে ।
সারমে পড়া ক্যায়সা শেওড়া রে ।
মন হুড় হুড় হুড় হুড় করে ।
রাহনে নেহি সাকতা ঘরে ।
দেওরা করে নিত্তা দিল বাউরা রে ।
হাছনজান তো লুট গায়ি
দিল হাতোছে ছুট গায়ি ।
হাছন রাজা কারনে ওয়ারে ।
পাকড়ো হাছন রাজা পিয়ারা রে ।