আপন চিনিয়া লওরে মন ।
আপন চিনিয়া লইলে চিনবায় নিরঞ্জন ।
আপনার মাঝে চাইয়া দেখ ঠাকুরের আসন ।
আসনে বসিয়ে কর ঠাকুরের দর্শন ।
রঙ ও রুপ আছে ঠাকুরের আচানক খুবি ।
পদেরও ছায়ার মতো না হয় শশী রবি ।
হস্ত আছে পদ আছে আছে তার আকার ।
বেঈমান সকলে বলে আল্লা নিরাকার ।
নিরাকার হই আমি আমার নাই আকার ।
নিশ্চয় জানিবায় আমার আল্লা যে সাকার ।
সাকার না হইলে কেমনে দেখিবায় দিদার ।
বড়ই সুন্দর ছবি আমার আল্লার ।
নূরের বদন তার ঝলমল ঝলমল করে ।
স্বপ্নতে দেখা দিয়া পাগল করলো মোরে ।
যো কুছ হ্যায় রে তুই হ্যায় রে, যো কুছ তুই ।
মিছামিছি আমি বলি মুই মুই মুই মুই ।
আমিতো কিছু নয়রে আমি হই এক হাত্তা ।
হুদ্দমেতে আসিয়াছি হুকুমেতে জাত্তা ।
আগে আল্লা পরে আল্লা যে জাহির ।
বাতিনেতে চাইয়া দেখি আমারই তসবীর ।
পাগল হাছন রাজায় কহে ফানা ফিল্লা হইয়া ।
যে দিকেতে দেখি আমার আল্লা রইছন চাইয়া ।
আপনার মাঝে আরশ কুরসি তাহাতে আছে রে আসন ।
প্রেমেরই ডুরে যাইয়া হুজুরে কর তার দরশন, ওরে মন ।।