দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫১৩

সুন্দরী গো, আমারে পাগল করিলে ।
তোমারে নি পাবো হাছন রাজা মরিলে ।
দেখাইয়া সুন্দর মুখখান মনপ্রাণ নিলে ।
অন্তরের ভিতরে আমার তোমার লাগি জ্বলে ।
আরো না জানি কি মায়ায় পড়ি মন হরিলে ।
কি যাদু করিয়া আমার প্রাণ কাড়িলে ।
ছাড়বোনা তোমায় আমি ধরিলে ।
বান্ধিয়া রাখবো হৃদয়েতে ছাড়বোনা মরিলে ।
প্রাণ বাঁচেনা প্রাণ বাঁচেনা কি করিলে ।
সুন্দরী গো আমারে পাগল করিলে ।