দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২৮

আমি কই আইলাম রে, কই ছিলো মোর বাড়ি ।
কোনখানে আসিয়া আমি করি লড়ালড়ি ।
কোথায় আইলাম কোথায় যাবো ছাড়ি ।
কে মোরে এথায় আনলো পায়ে দিয়া দড়ি ।
নৌকাতে হইয়া আইলাম আমি সঙ্গে আইলো ছয় দাড়ি ।
আমার সঙ্গে করে তারা সদাই হুড়াহুড়ি ।
হুড়াহুড়ি করিয়া ভাঙ্গে নায়ের যত হাড়ি ।
মুনিসের কার্য্য না করে কার্য্য করে দেরী ।
তাদের পায়ে কোন কৌশলে দিবো আমি বেড়ী ।
কিবা তাদের শক্তি জানিতাম কাড়ি ।
দিনে রাইতে জ্বালাইয়া মারলো করিয়া গুড়াগুড়ি ।
হাছন রাজা ভাবনা করে কিমত করিয়া তাড়ি ।