আমি ধরিতে না পারি গো তারে
কে গো সামাইলো আমার ঘরে ।
ধরতে গেলে পাইনা তারে নড়ে আর চড়ে ।
আন্ধাইর গুন্দাইর ঘরের মাঝে
হুড় হুড় ঘুর ঘুর করে ।
কত রঙ্গে ঢঙ্গে সে যে রুপের খেলা করে ।
বাজিগরের বাজির মতো করে তরে তরে ।
জাতিয়া জুতিয়া ধরলাম আমি দেখিতাম তারে
দেখতে দেখতে দেখি ধরছি হাছন রাজারে ।
হাছনজানে বলে আমি থাকিতাম হুজুরে ।
যেখানে যাও তুমি সঙ্গে নেও মোরে ।।