ঘুমাইলে ঘুমে ধরেনা প্রাণবন্ধের লাগিয়া ।
সারা রাইত ছটফট করে থাকিরে জাগিয়া ।
না জানি কি হইলো মনে, সে বিনে কিছু না মানে ।
যাইমু তার অন্বেষণে সব তেয়াগিয়া ।
যথা সে যে তথা যাবো, প্রেমজ্বালা নিভাইবো
এই আমি করিবো, তার হবো গিয়া ।
তার লাগি হায় হায়, হায় হায়, হায় হায় করে হাছন রাজা মিঞা ।
প্রাণ যায় প্রাণ যায়, হাছন জানের প্রান যায়, করেনা সে বিয়া ।