দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২০৩

হাছন রাজায় সদায় দেখে আল্লা
কি বুঝবে রে মোল্লা ।
হাছন রাজায় সদায় দেখে আল্লা ।।
এক বিনে দুই নাই, কেবল এক আল্লা ।
যত দেখি সংসারেতে কেবলই এই হিল্লা ।।
আল্লা বিনে কিছু নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ।
হাছন রাজায় গান গায় হইয়া ফানাফিল্লা ।।
দিলে জানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ।
কি বুঝবে রে মোল্লা ।