দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৪৩

আমার নাকের মাঝে হুঙ্গা দিলো হাছন রাজায় ।
আঞ্জা করিয়া ধরিয়া মোরে মজায় মজায় ।
চুমা দিলো বুছা দিলো তলে দিয়া খুচায় ।
মনের সাধ যত ছিলো সকলই ঘুচায় ।
স্বপনে দেখিলাম আমি রাত্রির নিশায় ।
জাগিয়া মুর্শীদ না পাইয়া করি হায় হায় ।
পাগলিনী হাছন জানে নাচিয়ে গান গায় ।
হাছন রাজা মুর্শীদ আল্লা, তুমি রহিলায় কোথায় ।।