প্রাণ কেন ছটফট করে গো, দেখিয়া তোর যৌবনের বাহার । তোমারে পাশরিয়া ঘরে রইতে নারি আর । যখন ভালি গাঙ্গে যায় ফিরিয়া ফিরিয়া চায় । আড় নয়নে চাইয়া প্রাণ লইয়া যায় আমার । আশিক হাছন রাজায় বলে যখন ভালি গাঙ্গে চলে । ঠমকে ঠমকে প্রাণ লইয়া যায় আমার লো ।