দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭

ও বন্ধু সুন্দর রে, থাক থাক আমার আন্দরে বন্ধু সুন্দর রে ।
দেখিয়া তোমার রুপ লাগিলো ধন্ধ রে ।।
এমন রুপ না দেখিয়াছি শহরে বন্দরে ।।
কি কবো তোর রুপের বাহার কি কবো তোর খুবি ।
সুন্দর বদন দেখিয়া হইয়াছি লোভী ।।
চাঁদ জিনিয়া মুখখানি, মনে চায় রে চাইয়া থাকি ।
দিনে রাইতে সর্বদাই তোমার চান্দমুখ দেখি ।।
তোমারে লাগাইয়া রাখি বুকের মাঝার ।
মনে এই বাঞ্ছা মোর তোমায় ছাড়বোনা রে আর ।।
আজীবনের মত তোরে আর নিরে ছাড়িবো ।
আরে কোমরে ঘুঙুর দিয়া মুইট করিয়া ধরিবো ।।
হাছন রাজায় ছাড়বো নারে যতদিন বাঁচি ।
প্রেম যন্ত্রণায় জ্বলে পুড়ে তোমারে পাইয়াছি ।।