দয়া ধরিয়া একবার আইসো কোলে যে, ও প্রাণের বন্ধু ।
দয়া ধরিয়া একবার আইসো কোলে যে ।
আরে কাকুতি করিয়া তোমার কাঙ্গালিনীয়ে ডাকেরে ।
প্রাণের বন্ধু তোমার লাগি প্রাণ যায় বঞ্চিতে না পারি ।
ঘরের পাছে কলার তলে তানা নানা করি যে ।
প্রাণের বন্ধু, দেখিয়াছি অবধি তোমার মরিরে জড়িয়া ।
তোমারে পাইমু আমি কিমত করিয়া, প্রাণের বন্ধু ।
কেনবা দেখাইলে মোরে চান্দও বদন ।
দেখিয়া রুপেরই বাহার মনে হইছে হুতাশন রে ।
প্রাণের বন্ধু তোমার মত শুদ্দব্য যে এ সংসারে নাই ।
আরে হাছনজানে মাথা মারে কেমনে তোমারে পাই রে ।
প্রাণের বন্ধু হাছন রাজায় বলে এগো হাছনজান সুন্দরী
পাইলে ছাড়িওনা বন্ধুরে ধরিও আঞ্জা করিরে, প্রাণের বন্ধু ।