দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮

আরে দেখিলাম রে বন্ধু জিগরের চান্দ দেখিলাম রে ।
সাক্ষাতে আসিয়া বন্ধু দাড়াইলো রে ।
বন্ধু সাক্ষাতে দাড়াইলো বন্ধু নূরেরই বদন ।
দেখিয়া তাহার রুপ মন করে কেমন ।।
ক্ষণে মনে ধড়ফড় করে, ক্ষণে ছটফট করে ।
দেখিয়া তাহার রুপ মন বঞ্চেনা ঘরে ।।
প্রেমে মত্ত হইয়া কেবল নাচা কুদা করি ।
কি কবো রুপেরই বাহার বলিতে না পারি ।।
হাছন রাজার মনপ্রাণ তো লইয়া গেলো হরি ।
দেখিয়া রুপের ভঙ্গি হইলাম প্রেম ভিখারী ।।