প্রেমের আগুন লাগি নাচে হাছন রাজা ভাই ।
আমার থাকিয়া কার্য নাই আমি মাবুদ আল্লা চাই ।
ঘরে ঘরে স্ত্রী পুত্র আছইন ঠাই ঠাই ।
আমার থাকিয়া কার্য নাই আমি মাবুদ আল্লা চাই ।
আমার হইছে প্রেম বেমারী ঔষধ দেও গোঁসাই ।
প্রেমের ঔষধ খাওয়াইলে ভালো হইয়া যাই ।
না আছে মোর মাতাপিতা না আছে মোর ভাই ।
মাবুদ আল্লা বিনে দেখি আমার কেউ নাই ।
হাছন রাজা বলে অন্য কিছুর কার্য নাই ।
মাবুদ আল্লা দেও দেখা তোমায় মিশিয়া যাই ।
পুরাও মম মনের আশা তোমায় মিশিয়া যাই ।
তুমি বিনে হাছন রাজার আর লক্ষ্য নাই ।
আল্লার জাতে মিশিবার মনে আশা ভাই ।
আল্লাতে মিশিয়া আমি যেন থেকেও নাই ।
হাছন রাজা বলে আমি তোমার ভিক্ষা চাই ।
তোমার জাতে মিশাও মোরে জগতের সাঁই ।