হইয়ে মুসলমান জাতি
কেমনে হইলায় তুমি এমন অসতী
স্বামীর সঙ্গে দিনে রাইতে করলে গুতগুতি ।
খারাপ মাইয়ার মতো তুমি ধরিয়া উপপতি ।
ঘরে বাইরে ফিরো তুমি ছোটলোকের মতি ।
পিছে লাছে কলার তলে যাও গিয়া তুমি হুতি
হাছন রাজা সাহেবে দেখিয়া তোমার গতিরীতি
থুথু থুক দেয় মুখে আর মারে জুতি ।।