যার মায়া সব ছাড়িয়া আল্লাহরেদি হয় । মাবুদ আল্লা তারে ছাড়িয়া নাহি রয় । হাছন রাজা মিশিয়া জাতে আয়নুল হক কয় । আমি আল্লা আমি আল্লা আল্লা বিনে কিচ্ছু নয় ।। নিজে আল্লার মিশিয়ে যাও, না রাখিও ভয় ।। আমিত্বকে নাশ করিয়া হাছন রাজা কয় ।।