দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২১

আমি হি আমার বন্ধুরে ।
ত্রি জগৎ হই আমি, আমি সিন্ধু রে ।
না হই আমি মুসলমান না হই হিন্দু রে ।
আমি ঘরে আমি বাইরে আমি যে সর্বঠাই ।
আমি বিনে আর কিছু দেখিতে না পাই ।
আমা হইতে সব হইয়াছে আমি দেখি মূল ।
জ্ঞান চক্ষে চাইয়া দেখি আমি হি বিলকুল ।
আমি আছি সব আছে আমি গেলে নাই ।
আমি যাইতে ভবাননব ভাঙিয়া যাইমু ভাই ।
আমা হইতে পয়দা হইছে এই সংসার ।
আমি যাইতে ভাঙিয়া যাইমু করিয়া ছারখার ।
আমি আগে আমি পিছে আমি মূলাধার ।
আমিত্ব ছাড়িয়া বন্ধু হইয়াছি আমার ।
হাছন রাজা নেস্থ হইয়া হইছে বন্ধুয়ার
বন্ধের সনে মিশিয়া বলে সকলই আমার ।।