পিরীতের আগুন পিরীতের আগুন রে, উঠে জ্বলি জ্বলি । আমি যত জাপটিয়া ধরি, উঠিয়া যায় গিয়া ঠেলি ।। প্রেমের হুতাশ হইয়া আমি ফিরি গলি গলি কত মতে মনরে বুঝাই তবু তারে নাই ভুলি ।। হাছন রাজা প্রেমের মাতাল করে ফালাফালি । ডাকিয়া বলে প্রেয়সীরে লও গো কুলে তুলি ।।