দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১৭

বাঁচিবার আর সাধ নাই আছে গো প্রাণ সজনী ।
বাঁচিবার আর সাধ নাই আছে ।
প্রাণ বন্ধু আয়না যদি আমার কাছে গো সজনী
দিনে রাতে বন্ধের লাগি মরি রে কান্দিয়া ।
না আসিলে মরবো আমি গলে ছুরি দিয়া গো ।
কীসে কি করিগো আমার অন্তরের মাঝার ।
লোকে বলে হইছে মোর প্রেমের বেমার গো ।
কই গেলে মোর বেমার যাবে কোথায় ঔষধ পাই ।
বন্ধু আমার প্রেমের ঔষধ আর নাই গো ।
হাছন রাজায় জ্বলি মরে প্রেমেরই তাইসে ।
জ্বলিয়া মরলাম জ্বলিয়া মরলাম প্রেম করিয়া খায়েসে ।
বন্ধু যদি আয়না আমি মরিমু নিশ্চয় ।
প্রেমের আগুনে মরমু হাছন রাজায় কয় গো, প্রাণ সজনী ।।