যাবো যে বন্ধের বাড়ি, কি লইয়ে যাবো যে সঙ্গে ।
কাকুতি মিনতি নিবো, আর যাবো প্রেমতরঙ্গে ।।
করিয়ে এখন তাড়াতাড়ি যাবো আমি বন্ধের বাড়ি ।
নাচিয়ে নাচিয়ে যাবো আমি মিশিবো যাইয়ে তারি রঙ্গে ।।
এমনি মিশা মিশবো, হাছন রাজা না রহিবো ।
এখন আমি নাশ হইয়ে মিশবো যাইয়ে তারি অঙ্গে ।।