দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১০

আমার বন্ধু আচানক সুন্দর ।
বুকে মিশাইয়া রাখি আমার অন্দর ।
আচানক সুন্দর বন্ধু আচানক তার রুপ ।
মিশাল দিবার না পারিয়া হইয়া আছি চুপ ।
কালা ধলা নয়রে বন্ধু নয়রে লাল নীলা ।
ত্রিজগতের রুপ হইতে বন্ধের রুপ আলা ।
যতই দেখা যায় রুপ ততই লাগে ভালা ।
জ্ঞান চক্ষে চাইয়া দেখি রুপেরই খেলা ।
হাছন রাজায় দেখিয়া রুপ রুপেতে মজিলা ।
মন প্রাণ দিল জান তাহারে সঁপিলা ।