দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২১৪

হাছন রাজা এক আল্লাহ কাগজেতে লেখ
এক বিনে দুই নাই মোগল পাঠান শেখ
হাছন রাজা জানিবায় এক
এক বিনে দুই নাই, বুকে মার মেখ ।
আমি বিনে কিচ্ছু নয় ভাবিয়া চিন্তিয়া দেখ
আমি ছাড়া না হইয়াছে একই রেখ
আমি আল্লা আল্লা কাগজেতে লেখ ।।