হাছন রাজা রে মইলে বসতি হবে কই ।
কোথা থাকিয়া আসিয়াছি কোথায় আসিয়া রই ।।
হাছন রাজা রে মইলে বসতি হবে কই ।
তখন ছাড়িয়া মন কোথায় শূণ্যে যাবে উড়ি ।
এই যে তোমার সোনার তন মাটিতে রইবো পড়ি ।।
মন যাইবো শূণ্যে উড়িয়া তন রইবো এথা ।
কার সঙ্গে করিবায় তুমি হাসিরাসির কথা ।।
কার সঙ্গে করিবায় তুমি রঙ্গ আর ঢঙ্গ ।।
আর নি ঘুমাইবায় তুমি উঠিয়া পালঙ্গ ।
এই দেশের আশা ছাড়ি করিবায় গমন ।।
ইষ্টি কুটুম কেউর সঙ্গে না হইবি দরশন ।
একেলা যাইবায় তুমি না জানি কোন ঠাই ।।
সেই সময় আল্লা বিনে গতি কেউ নাই ।।
ভবের মায়া ছাড়া হাছন আল্লা করো সার ।
আল্লা বিনে তোমার সঙ্গী কেউ নাই আর ।।
হাছন রাজা রে মইলে বসতি হবে কই ।