দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১২৫

প্রেমের আগুন প্রেমের আগুন রে বড়ই কঠিন ।
ধড়পড়াইয়া মরে লোক, জানিবায় একিন ।।
যার অন্তরে লাগিয়াছে প্রেমেরই অনল ।
নিভেনা দারুন আগুন দিলে সুর্মার জল ।।
সেই আগুন ধরিয়াছে হাছন রাজার গায় ।
ফাল দিয়া ফাল দিয়া উঠে হাছন করে হায় হায় ।।