দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২১৯

আমি হি মূল মূলাধার ।
যত দেখি সবই দেখি হাছনও রাজার ।।
আমি হি মূল মূলাধার ।
আমি ভিন্ন এ সংসারে কিচ্ছু নাই আর ।।
আগে হাছন পাছে হাছন ।
হাছন রাজাই সার ।।
হাছন রাজা ভিন্ন সংসারে কিচ্ছু নাই আর ।।