দিলবরের মা কেনে আইলে বাজারে ।
কি জিনিস কিনিলে তুই বললে না আমারে ।।
হাছন রাজা জিজ্ঞাস করে দিলবরের মা তোরে ।
কি জিনিস কিনিয়া আনলায় আপনার ঘরে ।।
নুন নিমু মরিচ নিমু আর নিমু আদা ।
ছালন রান্ধিয়া খাইমু, শুন ঠাকুর দাদা ।।
হাছন রাজা তুমি কেন পেটের ঠাণ্ডা করো ।।
পেটের ঠাণ্ডা দূর করিয়া বন্ধের চরণ ধরো ।।