দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫১৭

খোদা রসুল ভুল গায়া আব ইয়ে পিয়ারা ।
দিওয়ানা বানায়া মুঝে জিলুয়া নে তেরা ।
নেহি ছোড়তা তেরে ছুরাত দিলছে একদম ।
হামেশা রাহতা হ্যায় জি মে তেরে হি গারম ।
হাছন রাজা কা দিল তেরে ছুরাত পার আটকা ।
নেহি ছোড়তা নেহি ছোড়তা ইয়ে বহুত পটকা ।