প্রেম বেমারে ঘায়েল করছে কলিজার মাঝার
আমি হয়েছি প্রেমের বেমার ।
মরণ বুঝি হইবে আমার ।
দেহ মাত্র রইলো মম প্রাণ গেলো সঙ্গে তার ।
দেখিয়া তার রুপেরই বাহার ।
কি হইলো গো এগো আমার ।
ছটফট ছটফট করে মন বাঁচিনা গো প্রাণে আর
তার রুপে প্রকাশিত করিয়াছে অন্ধকার ।
ত্রিজগতে নাই হেরি এমত রুপ অন্য কাহার ।
অনন্ত অনন্ত রুপী সীমা নাই যে তার ।
নয়নে লাগিয়াছে সে রুপ দেওয়ানা হাছন রাজার ।