দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫৫

ও যৌবন ঘুমেরই স্বপন ।
সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন ।।
আর দৈ বলিয়া চুন গুলিয়া খাইলো কতকজন ।
হক না জেনে মুখ পুড়িলো লালছের কারণ ।।
আউলিয়া ছাড়া নদীর কূলে যে করে আসন ।
জ্ঞান শূণ্য রে কুম্ভীরে খায় ভাঙ্গিয়া গর্দন ।।
ফকীর হাছন রাজায় বলে
ঠেকছি খাইয়া নদীর জল ।
নিশার চোটে লাগলো ঠোটৈ
উল্টা বড়ির কল ।।