হাছন রাজা ধরছে বন্ধুরে ।
ছাড়বোনা ছাড়বোনা আর গো তারে ।
দৃঢ় করিয়া ধরিয়াছে প্রেমেরই ডুরে ।
ছাড়বোনা রে হাছন রাজায় যদি সে মরে ।
আদরে রাখিয়াছি বন্ধু হৃদয়ের মাঝারে ।
বুকে বুকে মিলাইয়া মুখে দিছে মুখ ।
দিনে রাইতে দেখতে আছে বন্ধের চান্দমুখ ।
হাছন রাজা হৃদকমলে বন্ধুরে রাখিয়া ।
এক মনে আছে কেবল বন্ধের দিকে চাইয়া ।
হাছন জানে বলে হাছন প্রেমেরই মাতওয়ালা ।
বন্ধু বিনে হাছন রাজার নাই লাগে ভালা ।