দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৬৭

চটকিয়া বালি চটকিয়া চটকিয়া নিলে প্রাণ ।
তোমারে দেখিয়া আমি হইলাম অজ্ঞান ।
কিবা শোভা ঝকঝক করে বাঁকা দুই নয়ন ।
নাক শোভে তেজ ছুড়ি তার দরমিয়ান ।
হাই শোভে গজ শুড় পদ শোভে মূলা ।
চান্দের লাখান মুখ দেখিয়া প্রাণ আমার গেলা ।
কি কব তোমার খুবি সুর্যের জিনিয়ে রঙ্গ ।
দেওয়ান হাছন রাজায় দেখিয়া লইছে তোমার সঙ্গ ।
নূরের বদন দেখিয়া তোমার হাছন রাজা দায় ।
তোমার পানে মন লাগাইয়া প্রেমের গান গায় ।