ওবা ঠাকুর আল্লাজি
আমারে রাখিলায় কেবল এই ভবের খেলে ।
না করিলাম তোমার কাম দিন গেলো অবহেলে ।।
বৃথা কাজে দিন গেলো রিপু সঙ্গে লইয়া ।
রিপুর কার্য করি সদা, তোমার কার্য থইয়া ।।
ভাল পথ থইয়া আমি হইলাম রে বেপথি ।
পরকালে কি হইবে আমার গতি ।।
এই চিন্তায় হাছন রাজা কান্দে জারেজার ।
দয়া করিয়া দয়াল বন্ধে করো হে উদ্ধার ।।