দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১১৯

পিরীতের কি এত রে জ্বালা, রাঙ্গা বদন হইলো মোর কালা ।
প্রেম জ্বালায়ে জ্বলি আমার কিছু না লাগে ভালা ।।
সুন্দর বদন মোর ছিলো, পিরীত করে সবই গেলো ।
লোকে দেখে ছি ছি করে, কত লোকে মারে ঠেলা ।।
হাছন রাজা পিরীত করে ফিরতে আছে ঘুরে ঘুরে ।
আনিয়া দে মোর প্রাণ প্রিয়ারে, নিভে যাউক প্রেমানল শওলা ।।