দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩০৯

আজব সুন্দর রঙ্গ দেখাইলো ।
বন্ধে মোরে মজাইলো ।
ঝলমল রঙ দেখাইয়া বুকে আগুন লাগাইলো ।
হাছন রাজা দেখিয়া রুপ একদৃষ্টে চাইয়া রইলো ।
প্রেমের আগুন আমার বুকে লাগাইলো ।
তুষের আগুনের মতো জ্বলিতে লাগিলো ।।