হাছন রাজা কয়, এক বিনে দুই নাই, আল্লা জগতময় । কোনো জায়গা ছাড়া নাই মাবুদ আল্লার ভয় । হাছন রাজা কয়, আল্লা বিনে কিচ্ছু না সবই আল্লা হয় । ত্রিজগত জুড়িয়া দেখি ঠাকুর আল্লাময় । আমি আল্লা আমি আল্লা হাছন রাজা কয় । আমিত্বকে নাশ করিলে সবই আল্লা হয় ।