সাধের পিরীতি কৈলেম মনপ্রাণ মজিয়ে রে ।
কত যত্ন করি তারে এখন পাইনা খুজিয়ে রে ।
কেন যে পিরীতি করিয়ে, এখনে মরি জুরিয়ে
সে তো চায়নারে ফিরিয়ে
বিচ্ছেদে প্রাণ বাঁচেনা রে ।
প্রেমের পিরীতের যন্ত্রণা আগে আমি জানিনা
জানলে পিরীত করতাম না কখনো রে ।।
হাছন রাজা পিরীত করিয়ে, ফিরতে আছে ঘুরিয়ে ঘুরিয়ে
প্রাণ বান্ধা প্রেম ডুরিয়ে, মন ফিরাইতে পারিনা রে ।।