হাছন রাজায় নেয়না যদি মোরে সঙ্গে ।
আমি তো পড়িয়া মরমু সুরমা নদী গাঙ্গে ।
হাছনজানে হাছন রাজার যৌবন কেবল মাঙ্গে ।
যৌবন ভিক্ষা দেও মোরে হাছন রাজা লাঙ্গে ।
যৌবন নাই দিলে মোরে ফিরবো আঙ্গে ডাঙ্গে ।
যেখানে পার তোমায় সেখানে ধরেঙ্গে ।
হাছনজানের সাধ মিশবো অঙ্গে অঙ্গে অঙ্গে ।
আগুনেতে জ্যান্ত মিশে যেমন পতঙ্গে ।