দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৪৮

হাছন রাজায় কান্দে রে
এই তন ছাড়িয়া গেলে কই নিবো ঠাকুর চান্দে ।
বেড়া লাগিয়া মরলাম আমি এই ভবেরও ফান্দে ।
আর তন ছাড়িয়া মন যখন করিবো গমন ।
ভবের লোকের কেউ নাহি করিবে দমন ।
এই ভবের মাঝে লোক আছে লাখে লাখে ।
কেউর নাই সাধ্য আছে মনরে ধরিয়া রাখে ।
এই ভাবিয়া হাছন রাজায় করে রে রোদন ।
না জানি কপালে কি লিখছে নিরঞ্জন ।
হাছন রাজা বলে গো আল্লা এই আমার মনে
হতভাগা হাছন রাজা থাকতো তোর চরণে ।
চরণ ভি চায় তোমার আশিক হাছনে ।
করিম রহিম না তোমার দেখি যে কোরাণে ।