দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৯১

হাছন রাজা ভাবিয়া দেখ মনে ।
এ ভবে আসিলায় ওরে তুমি কেনে ?
আরে সব কথা পাশরিলায়, আসিয়া এ ভুবনে ।।
কী করিতে কি কয়ে আসিয়া এই স্থানে ।
পূর্বকথা ভুলিয়াছো মজিয়ে ভবের ধনে ।।
কী কার্যেতে আসিয়া ছিলায় কিবা কাজ করো ।
লইতায় আছিল আল্লার নাম, বেভুল হইয়ে ফিরো ।
হাছন রাজা ভুলিয়াছো জমিদারী পাইয়া ।
কোনদিন আসিয়া যমে তোরে নিবেরে ধরিয়া ।।