হাছন রাজা চায় মাবুদ আল্লার জাতে মিশিবার দায় ।
হাছন রাজা বসিয়া আছে এই যে আশায় ।
হাছন রাজা চায় কেমনে কেমনে জাতে মিশিয়া যায় ।
হাছন রাজা জাতে মিশলে হইলো আদায় ।
হাছন রাজা মিশিয়া জাতে আল্লার গুণ গায় ।
হাছন রাজা আল্লা হইয়া নাচে আর ফালায় ।
আমি আল্লা আমি আল্লা এই গান গায় ।
হাছন রাজা আল্লা হইয়া রঙ্গে দিন যায় ।
আয়নুল হক আয়নুল হক বিনে আর কিছু নয় ।
হাছন রাজা চায় মাবুদ আল্লার জাতে মিশিবার দায় ।